0.00৳
তাসের ম্যাজিকের এক্সপার্ট হওয়ার কার্যক্রম...
আমি ব্যক্তিগত ভাবে তাসের ম্যাজিকের ভক্ত এবং ছোট থেকেই তাসের ম্যাজিকের কালেকশন আমার বেশি । পরিচিত ম্যাজিশিয়ানের ভিতর অনেকে আমাকে কার্ড ম্যাজিশিয়ানও বলতো । আমি ২০০০ সালে তাসের ম্যাজিকের একটা লিস্ট করেছিলাম তখনই ২০০ তাসের ম্যাজিক হয়ে গিয়েছিল । তারপর তো অনেক দিন গেছে……. তাসের ম্যাজিকের সেই অভিজ্ঞতার আলোকে একান্তই ব্যক্তিগত ভাবে তাসের ম্যাজিক শেখার কিছু গাইডলাইন দিব যা বিগেনার টু এক্সপার্ট একটা রোডম্যাপ হবে ।
প্রথমে নিজেকে জানতে হবে তাসের ম্যাজিকের কোন অবস্থানে আছি । সেই স্টেপ থেকে শুরু করতে হ েব । আর এই গাইডলাইনে আমি কম করে বা ফিল্টার করে ম্যাজিক গুলো সাজেশন করবো যা আমার বাস্তব অভিজ্ঞতায় ভালো লেগেছে ও দেখানোর মতো আশ্বর্যজনক হয়েছে ….
১ প্রথমে সাধারণ তাসের ভালো কিছ ম্যাজিক শিখে রাখতে হবে (খরচ নেই ,প্রস্তুতি নেই)
একেবাবে প্রথমে চিন্তা করতে হবে সাধারন তাস দিয়ে ম্যাজিক ,যে ম্যাজিকে কোন স্পেশাল বা গিমিক তাস থাকেনা কোন গিমিক তাস বানানো লাগেনা বা কোন গিমিক তাস কিনতে হয়না । এজন্য আমার সাধারণ তাসের তাসের ম্যজিকের সিরিজ গুলো দেখবেন । ইউটিউব প্লে লিস্ট লিংক দিচ্ছি ,,তবে একটা কথা হাজার টা জানলেও কিন্তু হাজার টা দেখানো যায় না ….
অনেক জানি , নাহি পারি নহে, যাদুকর
একটাই জানি , একটাই পারি ,সেই জাদুকর
সুতরাং ভালো কিছু তাসের ম্যাজিক ভালো করে শিখতে হবে । এলোমেলো ভাবে একশটা শিখে লাভ নেই ।
তাই প্রথমত সাধারণ তাসের ম্যাজিক আপাততো আমার কয়েকট শিখলেই হবে । নিচের ভিডিওটা আপাতত প্রকটিস করতে পারেন ,প্রয়োজনে পরে আস্তে আস্তে আরো সাধারণ তাসের ম্যাজিক গুলো শিখে নিবেন । সে সমন্ধে পরে বিস্তারিত আলোচিনা হবে ..
২. স্পেশাল তাস হাতে বানানো যায় তা বানিয়ে রাখতে হবে (খরচ নেই ,প্রস্তুতি আছে)
কয়েকটা গিমিক তাস বানিয়ে রাখতে হবে,মিনিমাম নিচের কয়েকটা কার্যকরি স্পেশাল কার্ড বানিয়ে রাখলেই চলবে….
৩. স্পেশাল তাস অল্প খরচ কিন্তু ভালো এমন স্পেশাল তাসের ম্যাজিক:
হাতে বানানো যায় না এমন গিমিক তাস গুলো কিনতে হয় । নিচে প্রথমত যে কমদামি গিমিক তাস গুলো কালেকশনে রাখা দরকার তার একটা ফিল্টার তালিকা দিলাম,,,
সাদা তাস হতে টেক্কা ও সাহেব (white card)
যাদু রাজ্যের বিবি(Bibi Joker)
কার্ড ম্যানিব্যাগ (Jumping Print)
৪. যে গিমিক ফুল ডেক গুলো রাখতে হবে:
প্রথমে গিমিক ডেক সমন্ধে একটা ধারনা থাকা দরকার ।
গিমিক ডেক (Gimmick Deck) : তাসের ম্যাজিকের ভিতর কিছু ম্যাজিক আছে পুরো প্যাকেট বা ডেকটিতেই কৌশল করা থাকে,সেই Deck গুলো কে Gimmick Deck বলে । Svengali deck , marked deck , stripper deck , card-toon deck , invisible deck সহ এমন আরো কিছু Gimmick Deck আছে । :
গিমিক কার্ড কী তা বুঝতে নিচের ভিডিওটি দেখুন :
আশাকরি গিমিক ডেক সমন্ধে ধারনা তৈরি হয়েছে । এখন কথা হলো অনেক তো গিমিক ডেক আছে তার ভিতর কোনগুলো আগে কালেকশন করা দরকার বা কোন গিমিক ডেক গুলো বেশি ভালো ও কার্যকারী । প্রথমত যে গিমিক ফুল ডেক গুলো রাখতে হবে তার সিরিয়াল হলো : (ক) ইসভেন গ্যালি – Svengali Deck (খ) . স্ট্রিপার ডেক (Stripper Deck) , (গ). মার্কড কার্ড Marked Card
ইসভেন গ্যালি – Svengali Deck
তোমাদের কার্ডগুলো বের করি আমি (Only Stripper Deck)
প্রতিপক্ষের তাস বুঝতে পারার ম্যাজিক -Marked Card-Mark Card Grand Master
৫. যে এডভান্স লেভেল তাসের গিমিক গুলো প্রথমত রাখতে হবে :
সাধারণ কিছু তাসের গিমিক এর পর মনযোগ দিতে হবে এডভান্স লেভেল তাসের গিমিকের দিকে । অনেক এডভান্স লেভেল তাসের গিমিক আছে এবং প্রতিনিয়ত এটি আপডেট হচ্ছে । তবে প্রথমত কোনগুলো দরকার, কার্যকরী ও Value for Noney তা আমার তাস ম্যাজিক দেখানোর অভিজ্ঞতা থেকে সিরিয়াল করছি:
ক. ওয়াও কার্ড (Wow Card) ,খ. তাস জোড়ার বাক্স (Restore Card box) ,গ. দড়িতে উঠে পছন্দের তাস – Card in Rope,ঘ. তার বলে দেয় তাসের নাম (wire prediction)
ওয়াও কার্ড (Wow Card)
তার বলে দেয় তাসের নাম (wire prediction)
তাস জোড়ার বাক্স (Restore Card box)
দড়িতে উঠে পছন্দের তাস – Card in Rope
এই তাসের গিমিক গুলো একক ভাবে তাসের ম্যাজিক দেখাতে পারে এবং কোন তাসের ম্যাজিকের রুটিন এর অংশ হিসাবে ব্যবহার হতে পারে । তাইা তাসের ম্যাজিকের রুটিন সমন্ধে ধারনা থাকা দরকার:
রুটিন(Routine) : একটা ম্যাজিক কিভাবে দেখাবো ম্যাজিকের জগতে তাকেই রুটিন বলে । যেমন, ১. কোন যাদুকর লাঠি ভ্যানিশ করে রুমাল বানিয়ে সেই রুমাল দিয়ে একটি কবুতর তৈরি করল, আবার ২. কোন যাদুকর সরাসরি একটি রুমাল থেকে কবুতর তৈরি করল । দুটিই কবুতর প্রোডাকশন ম্যাজিক তবে দুজনের রুটিন আলাদা । বলা যায় প্রথম জনের রুটিন অপেক্ষাকৃত ভালো । তেমনি তাসের ম্যাজিকেরও রুটিন আছে,দুই তিন টা কৌশল একত্র করে একটা ভালো মানের রুটিন তৈরি করা যায় । নিচে ১০০% আমার নিজস্ব কিছু তাসের ম্যাজিকের রুটিন দিয়ে দিচ্ছি…
তাসের ম্যাজিকের রুটিন বুঝতে নিচের ভিডিও গুলো দেখুন ।
আশাকরি তাসের ম্যাজিকের রুটিন বুঝতে পেরেছেন উপরের ভিডিও দেখে । এভাবে বিভিন্ন তাসের ম্যাজিকের এডভান্স গিমিক ব্যবহার করে নিজের মতো করে রুটিন বানাতে হবে । তবে এতে অনেক অভিজ্ঞতা ও সময় লাগবে । এজন্য আমি আমার পছন্দের তিনটি রুটিনের ভিডিও নিচে দিচ্ছি যা আমি নিজেই দেখাই ও ভালো লাগে ও প্রমাণীত যে দর্শক আবাক হয় । বলা যায় আমার জীবনের ২৫ বছরের তাস নিয়ে অভিজ্ঞতার প্রায় সবই বলে দিচ্ছি:
নিচের তিনটি ভিডিও এর…..
১ম তাসের ম্যাজিকে রুটিন টা হয় Only Stripper Deck ও ওয়াও কার্ড (Wow Card) দিয়ে ।
২য় তাসের ম্যাজিকের রুটিন টা হয় ইসভেন গ্যালি – Svengali Deck এবং দড়িতে উঠে পছন্দের তাস – Card in Rope দিয়ে ।
৩য় আমার তাসের ম্যাজিকে রুটিন টা হয় তাস জোড়ার বাক্স (Restore Card box) এবং প্রতিপক্ষের তাস বুঝতে পারার ম্যাজিক -Marked Card-Mark Card দিয়ে
সেই তিনটি তাসের ম্যাজিকের রুটিনের ভিডিও দেখুন ।
উপরের তিন টি রুটিনের সাথে ইসভেন গ্যালি – Svengali Deck ও তোমাদের কার্ডগুলো বের করি আমি (Only Stripper Deck) এর সহজাত স্বাভাবিক ম্যাজিক গুলো তো দেখানো যাবেই । ইসভেন গ্যালি ও স্ট্রিপার কার্ডের ডেক দিয়ে নিচের ম্যাজিকগুলো তো দেখানো যাচ্ছই…
তবে আমি যদি মনেকরি একটাই দেখাবো কিন্ত ইউনিক লেভেলের একটাতেই সবাই অবাক হবে তাহলে আমার পছন্দের নিচের ম্যাজিক টি দেখানো যায় । এটি আমার অন্যতম পছন্দের তাসের ম্যাজিক । এই সেরা তাসের ম্যাজিক টি যে গিমিক ডেক দিয়ে হয় তার নাম হলো ইনভিজিবল ডেক ।
উপরের তাসের ম্যাজিক গুলো দেখালেই ১ ঘন্টার বেশি তাসের ম্যাজিক হয়ে যাবে । আমি একটি ভিডিও তে বলেছিলাম ১০০ টি ম্যাজিক জানলেও ১০০ টি ম্যাজিক দেখানো যায় না। শুধু তাস নিয়েই ১ ঘন্টা কিন্তু অনেক সময় কারণ একই তাসের ব্যাপার দর্শকের একঘুয়েমিতা লাগতে পারে । তারমানে উপরে প্রমাণীত যে তাসের ম্যাজিক গুলো বলা হলো প্রথম চান্সে এগুলোই যথেষ্ঠ । তবে সবাই যখন বলবে সমীর (আপনার নাম ) শুধু সবজায়গায় ঘুরে পাল্টে এই ম্যাজিক গুলোই দেখায় বা কোন দর্শক বলবে এগুলো আগে দেখেছি তখনই নতুন ইউনিক ম্যাজিক গুলো লাগে । আগের ম্যাজিকের চেয়ে উন্নত বা ভালো ব্যাপার না ব্যাপার নতুন বা আনকমন । এই অবস্তায় পড়লে আস্তে আস্তে নিচের সিরিয়ালে তাসের ম্যাজিক গুলো কালেকশনে রাখতে পারেন :
ওয়াও কার্ড ৩.০ – Wow 3.0
তাস খাওয় – Bite card
স্বচ্ছ ডেক-Omni Deck
ম্যাট্রিক্স তাস – Matrix Card
তিন রাজার দ্রুত পরির্তন – First Change of Three king
তাসের ম্যাজিকের জন্য কিছু এক্সট্রা ইন্সটৃুমেন্টের সাজেশন:
শেষে ছোট্ট আর একটা সাজেশন রইলো,তা হলো তাসের ম্যাজিশিয়ান হতে হলে অবশ্যাই বাইসাইকেল কার্ড (বাইসাইকেল PREMIUM প্লেইং কার্ড -Bicycle playing Card Made By USA) কালেকশনে রাখতে হবে (Compulsory) । বাইসাইকেল কার্ড হতে না থাকলে কার্ড ম্যাজিশিয়ান মনেই হয়না …..আনকমন ফ্লেভার পাওয়ার জন্য প্লাস্টিক কার্ড রাখা যেতে পারে(Optional)। নিচের ভিডিও তে তাসের ম্যাজিকের এক্সট্রা ইন্সট্রুমেন্ট কী ও কীভাবে ম্যাজিশিয়ানগণ ব্যবহার করেন ধারনা পাবেন । তাসের ম্যাজিকের জন্য এক্সট্রা যন্ত্রপাতির ভিতর প্রথম দিকের কালেকশনের জন্য নিচের ভিডিও তে ধারনা পাবেন তবে পরবর্তীতে আপনার প্রয়োজন ও রুটিন অনুযায়ী তা আপনি নিজেই নির্ধারন করতে পারবেন।
সোনার তাস -Gold Card (Waterproof)
বাইসাইকেল PREMIUM প্লেইং কার্ড (Bicycle playing Card Made By USA)
তাসের ম্যাজিক রিলেটেড নিচের থিউরি গুলো শিখে রাখিয়েন ।
♠ ♥ ♣ ♦ কার্ড ম্যাজিক সংক্রান্ত কিছু তত্ব ♠ ♥ ♣ ♦
♥ Double lift :
এটি তাসের ম্যাজিকের একটি কথা ..এক সাথে দুটি তাস হাতে তোলা তে ডবল লিফ্ট বলে তরে দর্শক জানবে একটি তাস তোলা হল ।
♥ False Shuffle :
এটি তাসের ম্যাজিকের একটি কথা .. নিজের তাস ঠিক রেখে দৃশমান সাফল বা তাস ফেটানো কে ফল্স সাফল বলে ।
♥ floorish :
ফ্লুরিশ শব্দের বাংলা অর্থ ঝংকার , তাসের বিভিন্ন কন্ট্রোল যেমন এক হাতে তাস কাটা, এক হাত থেকে আর এক হাতে জল প্রপাতের মত তাস পার করা প্রভৃতি দৃষ্টিনন্দন কাজ কে ফ্লুরিশ বলে ।
♥ Glide :
নিচের তাস ঠিক রেখে নিচ থেকে তাস টান দেওয়াকে গ্লাইড বলে ।
♥ Glimp :
তাসের প্যাকেটের তলার তাস টা কৌশলে দেখে নেওয়া কে গ্লিমস বলে ।
♥ Forcing :
দর্শক কে যাদুকরের ইচ্ছাধীন তাস নেওয়া বাধ্য করাকে ফোর্সিং বলে
♥ Lever Pulm :
তাসের প্যাকেটের উপরের তাস টি হাফ সেমি সামনে নিয়ে ডান হাত দিয়ে চাপ দিয়ে অলক্ষ্যে ডান হাতের তালুতে করে তাস বহন করাতে লেভার পাম বলে
প্রাথমিক সাজেশন শেষ
তাসের ম্যাজিকের সাজেশনের জন্য প্রয়োজনে আমাদের ওয়েবসাইটর নাম্বারে যোগাযোগ করে আপনার বাজেট , সময় , উদ্দেশ্য বলে আলোচনা করে ম্যাজিক সিলেকশন করতে পারবেন ০১৭১২৪৪৪৮৮৯
ম্যাজিক একটা চলমান ব্যাপার প্রথমে যেখান থেকে শুরু করতে হবে তার একটা সাজেশন বা গাইডলাইন দিলাম । নিজেকে আপডেট রাখুন সব সময় । আমার ইউটিউব চ্যানেল আপডেট হবে প্রতি নিয়ত । ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে সাতেই থাকুন । আমার অক্লান্ত চেষ্টায় ভালো কিছু পাবেন আশা করি….
Address : Jibon Ghor,Baganbari Road,
Uttor Chelopara,Bogra-5800
Phone : +8801712444889 (Official Hot Number)
+8801716785561 (Old Inactive Number)
E-mail : samirmagicshop@gmail.com
WhatsApp/IMO : +880171244489
Website Writer,Designer,Developer : Samir Roy
--------------------------------------------------- ---------------------------------------------------- এই ওয়েব সাইটের কোন অংশ কপি করা "কপি রাইট আইন" অনুযায়ী আইনত দন্ডনীয় অপরাধ । কোথাও হুবহু বা আংশিক কপি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।