0.00৳
Samir's Guideline to learn Magic
♦ প্রদর্শন ভঙ্গি (Showmanship) ম্যাজিকের সবচেয়ে বড়দিক। কীভাবে উপস্থাপন করলে আশ^র্যজনক বেশি হবে তা নিজের মেধা ও শিল্পগুনের পরিচয় বহন করবে।
♦ বার বার অভ্যাসের কোনো বিকল্প নেই।
♦ একই ম্যাজিক একই দর্শককে বারবার দেখাতে নেই।
♦ ম্যাজিকটাতে কী ঘটতে যাচ্ছে পরোক্ষভাবে তার ইঙ্গিত দেওয়া যেতে পারে তবে, পরিনতিটা না বলাই ভালো।
♦ ম্যাজিকের পরিবেশ যেমন বুঝতে হবে, তারপর ম্যাজিকের রহস্যঘন পরিবেশ তৈরিও করতে হবে।
♦ কারো যদি ব্যক্তিত্বের ম্যাজিক থাকে তাহলে তাকে আর বোঝাতে হবেনা যখন-তখন ম্যাজিক দেখানো যাবেনা কিংবা স্থান-কাল-পাত্র-পরিবেশ বুঝে ম্যাজিক দেখাতে হবে। An ounce of common sense is worth than a ton of books learning.
♦ কেউ যেন অন্য কোনো যাদুকরের সম্মান নষ্ট না করে। যদি দেখা যায় এই সাইটের কোনো ম্যাজিক কোন যাদুকর দেখাচ্ছেন তা হলে তা কখনই ধরতে যাওয়া যাবে না। উপরšু‘ চেষ্টা থাকবে যাদুকর যেন ভালোভাবে ম্যাজিকটা দেখাতে পারেন।
ম্যাজিকের আসল উদ্দেশ্য “নির্মল আনন্দ” দেওয়া ।
ম্যাজিক সিলেকশন সাজেশন....
এখন যে কথা গুলো বলবো তা আমার নিজস্ব কথা ।আমার ধারণা মোতাবেক এ্ই ওয়েবসােইটে বিভিন্ন ধরনের মানুষ আসতে পারে । অনেকর ম্যাজিক সমন্ধে ভাল ধারনা আছেে, আবার অনেকের নাও থাকতে পারে।অনেকে নাও জানতে পারে যে কোন ম্যাজিক গুলো আগে দরকার । গ্রামারে যেমন টেন্স আগে শিকতে হয় তারপর ভয়েস চেন্জ শিখতে হয় । ম্যাজিকেও তেমনি কিছু ম্যাজিক প্রথমে শিখতে হয়। তাই ম্যাজিক সিলেকশনের জন্য সহায়ক হিসাবে কিছু সাজেশন েএখানে দেওয়ার চেষ্টা করব । আসলে ম্যাজিরেকর ভাগই হল দুএটা (১) ক্লোজ আপ ম্যাজিক (২) স্টেজ ম্যাজিক । আলোচনা সরলীকরন করে নিচের কয়েকটি পয়েন্টে সাজেশন দেওয়া বান্ছনীয় বলে আমি মনে করি :
১. ক্লোজআপ প্রথম কমোন ম্যাজিক
২. ক্লোজ আপ কিছু ভাল ম্যাজিক (আমার অভিঙ্গতা)
৩. ছোট প্রোগ্রামের জন্য প্রথম কমোন যে কিছু ম্যাজিক গুলো
৪. কমোন প্রথম স্টেজ ম্যাজিক
৫. স্টেজ ম্যাজিক এডভান্স লেভেল
৬.কবিতর দিয়ে ম্যজিক
কী ধরনের ম্যাজিক শো করতে চাচ্ছেন ? কতক্ষণ ম্যাজিক শো করতে চাচ্ছেন?কত বাজেটের মধ্যে কেমন ম্যাজিক চাচ্ছেন? ইত্যাদী ম্যাজিক সাজেশনের জন্য কল করুন +8801712444889
প্রথম যে ম্যাজিক গুলো শিখতেই হবে …. এগুলো রাস্তা ঘাটে মেলাতে পাওয়া যায়…
সিগারেট ড্রয়ার বক্স (Cigarate drawer Box)
ম্যাচের কাঠি শুন্যে ভাসানো(Floating Card)
ভুতের কলসী (IMP Bottle)
বল বক্স (Burglar/Bandit Ball)
ফিল্টু গ্লাস (Coin Pedestal)
ফিডার(Milk vanish feeder)
প্রদীপ (Vase & Ball)
নাম্বার ভিশন (Number Vision)
তিন বল রশ্মি (Three Ball rope)
ডিম হতে হাসঁ (Egg to Duck)
জোড়া দড়ি (Joint Rope)
কাগজ থেকে ডলার(Paper to Dollar)(বি:দ্র: রুপি বা রিয়েলও পাওয়া যায়)
আজ্ঞাবহ বল (Obidient Ball)
অদৃশ্য ছবির এলবাম (Photo Pad)
Address : Jibon Ghor,Baganbari Road,
Uttor Chelopara,Bogra-5800
Phone : +8801712444889 (Official Hot Number)
+8801716785561 (Old Inactive Number)
E-mail : samirmagicshop@gmail.com
WhatsApp/IMO : +880171244489
Website Writer,Designer,Developer : Samir Roy
--------------------------------------------------- ---------------------------------------------------- এই ওয়েব সাইটের কোন অংশ কপি করা "কপি রাইট আইন" অনুযায়ী আইনত দন্ডনীয় অপরাধ । কোথাও হুবহু বা আংশিক কপি পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।